Latest News
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / ঝালকাঠিতে ফল ও সবজি গাছের সঙ্গে শত্রুতা

ঝালকাঠিতে ফল ও সবজি গাছের সঙ্গে শত্রুতা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একটি বাগানের ছয় শতাধিক ফল ও সবজি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা শুক্রবার রাতের আঁধারে গাছের চারাগুলো কেটে ফেলে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাগানের মালিক দাবি করেছেন।
বাগানের মালিক শেখ মজিবুর রহমান জানান, সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামে ‘কৃষি ও মৎস্য চাষ প্রকল্পের আওতায় ছয় মাস আগে ৮ একর জমিতে একটি বাগান তৈরি করেন তিনি। বাগানে বিভিন্ন ফল ও সবজিসহ প্রজাতির গাছের চারা রোপন করা হয়। দুর্বৃত্তরা শুক্রবার রাতের আঁধারে প্রকল্পের ফলজ বাগানের ১২০টি পেঁপে গাছ, ১৫০টি কলা গাছ, ১২০টি শসা গাছ, ১০৫টি বেগুন গাছ ও ১৫০টি ঝিঙা গাছ কেটে ফেলে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি বাগানের মালিক মুঠোফোনে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শেখ মজিবুর রহমান।