Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

স্টাফ রিপোর্টার :
কারাগারে আদালত স্থাপন করার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। কোন নেতাকর্মীকে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। বুধবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের ভেতরে অনশন কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা আসলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর দলীয় কার্যালয়ের সামনে এসে অনশন শুরু করে। পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয় বিএনপি নেতাদের। পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির অনশন কর্মসূচি।