Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ইউপি চেয়ারম্যান সুরুজের মায়ের মৃত্যু

ইউপি চেয়ারম্যান সুরুজের মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আমীন খান সুরজের মা আমিরুন্নেছা (৯০) বৃহস্পতিবার সকালে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার শিরযুগ গ্রামে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। নুরুল আমীন খানের মাতা আমিরুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেস্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।