Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে ৫ সাংবাদিক সংগঠন একতাবদ্ধ

ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে ৫ সাংবাদিক সংগঠন একতাবদ্ধ

স্টাফ রিপোর্টার : অপসাংবাদিকতা প্রতিরোধে ঝালকাঠিতে ৫টি সাংবাদিক সংগঠন একতাবদ্ধ হয়েছে। সংগঠনগুলো হচ্ছে : ঝালকাঠি প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখা, টেলিভিশন সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা এবং সংবাদপত্র পরিষদ। শনিবার রাতে শহরের একটি রেস্তোরায় অনুষ্ঠিত যৌথ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ক্লাবের সহসভাপতি মোঃ আককাস সিকদার ও সাধারণ সম্পাদক মানিক রায়; জেলা সাংবাদিক সংস্থার সভাপতি ও সংবাদপত্র পরিষদের যুগ্মআহ্বায়ক জিয়াউল হাসান পলাশ; টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাধারণ সম্পাদক দুলাল সাহা এবং জেলা বিএমএসএফের সভাপতি আজমির হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু আলোচনায় অংশ নেন। এছাড়া সংবাদপত্র পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মনজু টেলিফোনে মতামত ব্যক্ত করেন।

সভায় অপসাংবাদিকতার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করে সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।