Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বেতন থেকে কল্যানট্রাস্ট্রের জন্য ১০% টাকা কেটে নেওয়ার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক রিপন কুমার হালদার, সুনীল বরণ হালদার, মো. মাসুদ করিম, মো. ফারুক হোসেন, মো. হুমায়ুন কবির ও মো. মিজানুর রহমান। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।