Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

রাজাপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে তাসমিয়া আক্তার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাসমিয়া ওই এলাকার সুলতান তালুকদারের মেয়ে। সে রাজাপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে পরিবারের লোকজন তাসমিয়াকে সেহেরী খেতে তাঁর কক্ষে ডাকতে যায়। এসময় তাসমিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার করেন তাঁর মা। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো.মাইনুদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কলেজ ছাত্রীর মৃত্যু রহস্য জনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।