Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আগুনে পুড়ে গেছে খাদ্য সামগ্রীর গোডাউন

ঝালকাঠিতে আগুনে পুড়ে গেছে খাদ্য সামগ্রীর গোডাউন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে খাদ্য সামগ্রী মজুদ রাখার গোডাউন পুড়ে গেছে। শহরের মধ্য চাঁদকাঠিবিশ্বরোড এলাকায় আজ সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন। ফায়ার সার্ভিস জানায়, প্রাণসহ কয়েকটি কোম্পানির এজেন্টনিয়ে খাদ্য সামগ্রীর ব্যবসা করেন শহরের ব্যবসায়ী মো. খায়ের। বিশ্বরোড এলাকার সুফিয়া ম্যানশনের নিচ তলায় তাঁর মালামাল রাখার গোডাউনে ছিলো। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে দুপুর একটায় গোডাউনে আগুন লাগে। দ্বিতীয় তলায় একটি বিমা কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরের খাদ্য সামগ্রীর সব মালামাল পুড়েযায়। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মো. মেদেহী হাসান বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারনে দ্বিতীয় তলায় সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসারলোকজন রক্ষা পেয়েছে।