Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ঝালকাঠিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ব্র্যাকমোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ইফতার অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। পরে জিয়াউর রহমানের আতœার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।