Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট (প্রশাসক) মো. হামিদুল হক। সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান,সিভিল সার্জন ডা. শ্যামল চন্দ্র হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন, এন এস আই উপ-পরিচালক মো. আবদুল কাদের, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া জেলার চার উপজেলার নিবার্হি অফিসার, র‌্যাব ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কমিটির সদস্য উপস্থিত ছিলেন। সভায় জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ,মাদক,বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচলা করা হয়।