Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে নারী মাদক কারবারি আটক

রাজাপুরে নারী মাদক কারবারি আটক

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে শিউলি বেগম (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকা থেকে তাঁকে গাঁজাসহ আটক করা হয়। আটক শিউলি উপজেলা সদরের সত্যনগর এলাকার মো. শামিম মৃধার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বাদুরতলা মোড় এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় শিউলিকে আটক করে তাঁর কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ‘আটক নারীর বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।