Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে ঝালকাঠিতে প্রতীকী অনশন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে ঝালকাঠিতে প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে ঝালকাঠিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ বুধবার সকাল ১১টা থেকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঝালকাঠি জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ছাড়াও ঈদ-উল আযহার আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয় প্রতীকী অনশন কর্মসূচি থেকে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন হাওলাদার, সহসভাপতিসুবেদ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, এস এম আমিরুল ইসলাম, কামরুল ইসলাম ও ডালিয়া নাসরিন।