Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন ও কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি মডেল সোসাইটি (এনএমএস) ও গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম মোর্শেদা লস্কর। অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন গ্রামবাংলা কমিটির উপপরিচালক মো. মনিরুজ্জামান। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটির প্রবীন সাংবাদিক আবদুল মান্নান ফারুক্কী ও নলছিটি সমাজ উন্নয়ন কমিটির সভাপতি নাজমুল হায়দার বাদল।