Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং বিষয়ক কর্মশালা

ঝালকাঠিতে পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার :
স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (বিপণন অংগ) আওতায় ঝালকাঠিতে ঝালকাঠিতে পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (পিপি) উপসচিব শাহনাজ বেগম নীনা, বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. সেলিম ও ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কৃষিবিদ মো. ফজলুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (বিপণন অংগ) পরিচালক ড. মো. আশ্রাফুজ্জামান। কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ ৭০জন অংশ নেন। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।