Latest News
মঙ্গলবার, ২১ মে ২০২৪ ।। ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / অবৈধ উপার্জন কখনো দীর্ঘস্থায়ী হয় না : চরমোনাই পীর

অবৈধ উপার্জন কখনো দীর্ঘস্থায়ী হয় না : চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম বলেছেন, অবৈধভাবে অর্থ উপার্জন করলে তা কখনো দীর্ঘস্থায়ী হয় না। এক সময় সেই উপার্জন কোনো না কোনো ভাবে বিসর্জন হবেই। রবিবার রাতে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা মুজাহিদ কমিটি আয়োজিত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, প্রত্যেক মানুষের পাপের ফল দুনিয়াতেই ভোগ করতে হবে। আর তাই সকলকে হালালভাবে অর্থ উপার্জন করে আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে হবে।
জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোক্তার আহমেদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটির কাঠিপাড়ার পীর মাওলানা সেকেন্দার আলী সিদ্দিকী ও কানুদাসকাঠির পীর আল্লামা মুফতি নুরুল হুদা ফয়েজী। এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. সিরাজুল ইসলাম সিরাজী।
মাহফিল শেশে সকল মুসলিম উম্মাহর অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।