Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সুগন্ধা নদী থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা পুলিশ ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে সুগন্ধা নদীতে অভিযানে নামে মৎস্য বিভাগ। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এদিকে বুধবার রাতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে সুগন্ধা নদীতে অভিযান চালায় জেলা পুলিশ। এসময় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো সকাল ১১টার দিকে নলছিটি উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। পৃথক এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, নলছিটির সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।