Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে ব্যাপক প্রস্তুতি

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার :
আগামী ২৬ অক্টোবর ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স থেকে ওই দিন সকালে শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।