Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
নাগরিকত্ব সংশোধনী আইনের নামে দীর্ঘদিন ধরে ভারতে সংখ্যালগু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে প্রতিবাদী নাগরিক মঞ্চ নামে একটি সংগঠন ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে।
প্রতিবাদী নাগরিক মঞ্চের আহবায়ক প্রশান্ত দাস হরির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, প্রতিবাদী নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট আককাস সিকদার, সুজনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিনউদ্দিন তালুকদার। এসময় বক্তারা বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সংখ্যালঘু মুসলমানদের ওপর শুধু ধর্মীয় বিদ্বেষের কারণে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা দোষে নিরপরাধ মুসলমানদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধের দাবী জানান বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …