Latest News
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তাফালবাড়ি সেতু উদ্বোধন

ঝালকাঠিতে তাফালবাড়ি সেতু উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে তাফালবাড়ি সেতু ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণবভন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তাফালবাড়ি সেতুসহ দেশের বিভিন্ন স্থানের ২৫টি সেতু উদ্বোধন করেন। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সেতু উদ্বোধনের ফলক উন্মোচন করেন। জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কে জাইকার অর্থায়নে ৩০ মিটার দৈর্ঘের এ সেতুটি নির্মাণে ব্যায় হয়েছে ১৫ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …