Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / চাল আলু পেঁয়াজ রসুনের মূল্য বৃদ্ধি : ঝালকাঠিতে ১২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

চাল আলু পেঁয়াজ রসুনের মূল্য বৃদ্ধি : ঝালকাঠিতে ১২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
বানিজ্যিক বন্দরখ্যাত ঝালকাঠিতে হঠাৎ করে চাল, আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে এসব পণ্য কিনে ঘরে মজুদ করার প্রবণতা বেড়েছে। করোনা ভাইরাস আতঙ্কে এসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে ঝালকাঠি শহরের বারচালার চাল বাজারে প্রয়োজন ছাড়াই বাড়তি চাল, আলু, পেঁয়াজ ও রসুন কিনছেন অনেকেই। সুযোগ বুঝে ব্যবসায়ীরাও চাল প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়েছে। এছাড়াও আলু প্রতিকেজিতে ১০ টাকা, পেঁয়াজ ৪০টাকা এবং রসুন ৩০টাকা বাড়িয়েছে।
খবর পেয়ে ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মুনাফা নিয়ে পণ্য বিক্রি করা দায়ে ১২ ব্যাবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেন, উম্মে কুলসুম রুবি, আহাম্মদ হাসান, সিফাতবিন সাদেক।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …