Latest News
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১১ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / আওয়ামী লীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : আমির হোসেন আমু

আওয়ামী লীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তাদের আমলে এদেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল। এর মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল তারা। এখন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাদের এসব কর্মকাÐের জবাব দেওয়া হবে। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে পারছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল আরাফাত লেনিন। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার শতাধিক জনপ্রতিনিধি অংশ নেয়।

 

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …