Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবিতে ১৫ শরণার্থীর মৃত্যু

ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবিতে ১৫ শরণার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :  অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে ১৫ শরণার্থীর মৃত্যু হয়েছে। রোববার আলজেরিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। রয়টার্স।দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে ৪৫০ কিলোমিটার দূরত্বে ওরান উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়। মরক্কো থেকে আসা নৌকাটিতে ৩৪ শরণার্থী ছিলেন। তাদের মধ্যে ১৯ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। আলজেরিয়ার বার্তা সংস্থা এপিএস জানায়, শরণার্থীরা সবাই আফ্রিকান। তবে শরণার্থীদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি। শরণার্থীরা সবাই সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন।