Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / জার্মানিতে পথচারীদের ভিড়ে চলন্ত গাড়ি, বহু হতাহত

জার্মানিতে পথচারীদের ভিড়ে চলন্ত গাড়ি, বহু হতাহত

ডেস্ক রিপোর্ট : জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক। শনিবার পুরনো ওই শহরটির কায়িপেনকার্ল ভাস্কর্যের কাছের এ ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ভ্যানটির চালক আত্মহত্যা করেছেন। এঘটনায় আর কোনো সন্দেহভাজন খোঁজা হচ্ছে না।

জার্মানির বহুল প্রচারিত দৈনিক বিল্ডের অনলাইন সংস্করণের প্রতিবেদনে ওই ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, “ঘটনাস্থলের চিত্র এমন যে হামলার বিষয়টি বাতিল করা যাচ্ছে না।”

পুলিশ শহরটির কেন্দ্রস্থল এড়িয়ে যেতে বাসিন্দাদের অনুরোধ করেছে।

কয়িপেনকার্ল ভাস্কর্যের কাছে বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে ঘটনাস্থলে এলোমেলো অবস্থায় টেবিল-চেয়ার পড়ে থাকতে দেখা গেছে।

গত ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে তিউনিশীয় এক শরণার্থীর ট্রাক চালিয়ে দিলে ১২ জন নিহত হন।