Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে জ্যোৎস্না উৎসব

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে জ্যোৎস্না উৎসব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে জ্যোৎস্না উৎসব। বুধবার রাতে শহরের ডিসি পার্কে সুগন্ধা নদীর তীরে এ উৎসব অনুষ্ঠিত হয়। আতশবাজির বর্ণিল আলোকছটায় নেচে গেয়ে উৎসব পালন করে স্থানীয়রা। কবিতা আবৃতি, গান ও বেহালার সুরে মুখরিত হয়ে ওঠে ডিসি পার্ক। শত শত মানুষ এ উৎসবে অংশ নেয়। ঝালকাঠির কালেক্টরেট বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন জ্যোৎস্না উৎসবের আয়োজন করে। বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবছরই জ্যোৎস্না উৎসবের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।