Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অসমাজিক কার্যকলাপের অভিযোগে প্রেমিকাসহ ব্যাংক কর্মচারী জেল হাজতে

ঝালকাঠিতে অসমাজিক কার্যকলাপের অভিযোগে প্রেমিকাসহ ব্যাংক কর্মচারী জেল হাজতে

স্টাফ রিপোর্টার :
অসামাজিক কার্যকলাপের অভিযোগে ঝালকাঠিতে কৃষি ব্যাংকের এক কর্মচারীকে প্রেমিকাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের ঝালকাঠি মিনিপার্ক থেকে আটক করা হয়। তাদের ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আটক হওয়া মো. জোবায়েদুর হোসেন কৃষি ব্যাংক রাজাপুর উপজেলা শাখার কর্মচারী।
স্থানীয়রা জানায়, ঝালকাঠির মিনি পার্কের এক কোনে শনিবার দুপুরে আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মামলা করা হয়। মো. জোবায়েদুর হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ন পাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তাঁর কথিত প্রেমিকার বাড়ি ঝালকাঠির রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে।
ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম বলেন, জোবায়েদুর হোসেন বিবাহিত। তাঁর পরেও রাজাপুরের একটি মেয়ের সঙ্গে পরোকীয়া প্রেমে জড়িয়ে পড়েছেন। আপত্তিকর অবস্থায় তাদের মিনি পার্কে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।