Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি তাদের দলীয় কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষসহ পুলিশের ওপরও হামলা চালিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার হুশিয়ারি দেন বক্তরা। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …