Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি তাদের দলীয় কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষসহ পুলিশের ওপরও হামলা চালিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার হুশিয়ারি দেন বক্তরা। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …