স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্ত: প্রথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস। অন্যানের মধ্যে ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
সদর উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৪৮টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় আজ (সোমবার) সাংস্কৃতিক অনুষ্ঠানের ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার
স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …