Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে আন্ত: প্রথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে আন্ত: প্রথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্ত:প্রাথমিক বিদ্যালয় দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। সদর উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫৩টি ইভেন্টে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজিবুল হক আকন্দ,ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …