Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু বধ্যভূমিতে কেঁদেছিলেন, সেখানেই হলো তাকে স্মরণ

ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু বধ্যভূমিতে কেঁদেছিলেন, সেখানেই হলো তাকে স্মরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বধ্যভূমি দেখে কেঁদেছিলেন, জন্মশতবার্ষিকীতে সেখানেই তাকে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শহরের পৌর খেয়াঘাট এলাকায় স্থাপতি বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এসময় এক মিনিট দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মরণে নিরবতা পালন করে সর্বস্তরের মানুষ। পরে তাঁর নানা স্মৃতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও মুক্তিযোদ্ধারা। বক্তারা জানান, ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে স্টীমারযোগে সুন্দরবন যাওয়ার সময় যাত্রাবিরতিতে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নিহত মানুষের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়েন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই স্থানটিকে স্মরণীয় করে রেখেছেন জেলাবাসী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …