Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কামারপট্টি-ব্র্যাক মোড় সড়ক উদ্বোধন করলেন আমু

ঝালকাঠিতে কামারপট্টি-ব্র্যাক মোড় সড়ক উদ্বোধন করলেন আমু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের কামারপট্টি থেকে ব্য্যাক মোড় পর্যন্ত নবনির্মিত আরসিসি সড়ক উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য আমির হোসেন আমু শনিবার সকালে ফলক উন্মোচন করে সড়কটি উদ্বোধন করেন। ঝালকাঠি পৌরসভা গুরুত্বপূর্ণ নগর আবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।