Latest News
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ।। ১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / ঝালকাঠিতে কৃষকদের মাঝে আমনের বীজ বিতরণ

ঝালকাঠিতে কৃষকদের মাঝে আমনের বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার :
চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝালকাঠিতে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রি ৭৬ ও ৭৭ জাতের উফশী আমন ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান জনপ্রতি ১০ কেজি করে ২৫০ জন কৃষকের হাতে এ বীজ তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী প্রমুখ।