Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, লিগাল এইড মেলা ও ক্লায়েন্ট-আইনজী যৌথসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট বেগম রুবাইয়া আমেনা, জেলা লিগাল এইড অফিসার মো. শিবলী নোমান খান ও সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল। জেলা আইনগত সহায়তা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।