Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাহাজের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কা : লঞ্চের তলায় ফাটল, যাত্রা বাতিল

ঝালকাঠিতে জাহাজের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কা : লঞ্চের তলায় ফাটল, যাত্রা বাতিল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মালবোঝাই একটি জাহাজের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় লঞ্চটির তলায় ফটল ধরায় যাত্রা বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিষখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে বরিশাল নৌবন্দরে লঞ্চটি থামিয়ে প্রায় চার হাজার যাত্রীকে নিরাপদে নামানো হয়। বিআইডবিøটিএ কর্তৃপক্ষ জানায়, বরগুনা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি শাহারুখ-১ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঝালকাঠির বিষখালী নদীতে আসার পরে একটি মালবোঝাই জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে পানি ওঠতে শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে লঞ্চটি বরিশাল নৌবন্দরে থামানো হয়। সেখানে প্রায় চার হাজার যাত্রীকে নিরাপদে নামায় বিআইডবিøটিএ কর্তৃপক্ষ।