Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠি রাজাপুরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে ২১ জনকে মোট ৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এম মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি হিসেবে তিনি দরিদ্র মানুষের হাতে অনুদানের এ চেক তুলে দেন। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা বক্তব্য রাখেন। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …