স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২০ জন বিভিন্ন পর্যায়ের নারীনেত্রী এতে অংশগ্রহণ করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। জেলা বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট সাকিনা আলম লিজার নেতৃত্বে নারী নেত্রীদের এ অনুষ্ঠান হয়। দলীয় গঠনতন্ত্র ও নীতিমালার বিভিন্ন ক্ষেত্রে শতকরা ৩১ ভাগ নারীর ক্ষমতায়ন নিশ্চত করণের বিষয় কী ধরণে ব্যবস্থা করা যায় সে বিষয় আলোচনা হয়েছে সংলাপে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যালশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …