Latest News
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ ।। ৮ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির গণ সমাবেশ

ঝালকাঠিতে বিএনপির গণ সমাবেশ

স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে গণ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে আটকে রেখে সরকার নিলনকশার নির্বাচন করতে চায়। দেশে কোন ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না। অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগের দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। পরে পুলিশ এসে সমাবেশকে ঘিরে ফেলে। তারা নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়।