Latest News
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ।। ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি, এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে অনুষ্ঠিত মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান স্টল পরিদর্শন করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …