Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ঝালকাঠিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

ঝালকাঠিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় ২০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বনাথ সাহা ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুণ অর রশীদ।