Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিজয় দিবস উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিজয় দিবস উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সুগন্ধা-বিষখালী-ধানসীঁড়ি নদীর মোহনায় ইকোপার্ক মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ১০ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেয়। এদের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার সুলতানের ঘোড়া প্রথম এবং বরগুনার তালতলির রোকন দ্বিতীয় ও চালিতাতলার সৈকতের ঘোড়া যৌথভাবে তৃতীয় হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে নগদ টাকা ও পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …