Latest News
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ।। ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
দেশে বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিটি উপজেলা থেকে এক হাজার মানুষকে দক্ষ করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে ঝালকাঠিতে অনুষ্টিত হয়েছে দিনব্যাপী সেমিনার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্ত্ত্বাবধায়নে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোজাফ্ফর আহম্মেদ। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন। কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীসহ ৬০ জন অংশগ্রহন করে। আলোচ্য বিষয়ের ওপর যুগ্মসচিব মূল উপস্থাপনা প্রদর্শন করেন। অংশগ্রহনকারীরা চারটি গ্রুপে ভাগ হয়ে আলোচ্য বিষয়ের ওপর সুপারিশমালা প্রনয়ন ও উপস্থাপন করেন।