Latest News
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ ।। ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / ঝালকাঠিতে ব্র্যাক কর্মসূচি সংক্রান্ত অবহিতকরণ সভা

ঝালকাঠিতে ব্র্যাক কর্মসূচি সংক্রান্ত অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার :
বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে ঝালকাঠিতে সরকারি কর্মকর্তাদের জন্য ‘ব্র্যাক কর্মসূচি অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুজ্জামান। ব্র্যাকের জেলা প্রতিনিধি আবদুস সামাদ জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিচালিত ব্র্যাক কর্মসূচি সংক্রান্ত তথ্যপত্র উপস্থাপন করেন। এনএসআই’র উপপরিচালক আবদুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শেখ আবুবকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাহার মিয়া, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম প্রমুখ আলোচনায় অংশ নেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।