Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল থেকে চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এবারে জেলার ৪টি উপজেলার ২টি পৌরসভা ও ৩২টি ইউনিয়নে ৮২৪টি কেন্দ্রে লক্ষাধিক শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে এক লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুইলাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলায় ৮২৪টি কেন্দ্র চালু করা হবে। কেন্দ্রগুলোতে মোট এক হাজার ৭৫৬ জন কর্মকর্তা ও কর্মী কাজ করছেন। বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …