Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাহফিলের খিচুড়ি খেয়ে ২৫ জন অসুস্থ

ঝালকাঠিতে মাহফিলের খিচুড়ি খেয়ে ২৫ জন অসুস্থ

মো. শাহীন আলম : ঝালকাঠিতে ওয়াজ মাহফিলের তাবারক (খিচুড়ি) খেয়ে ২৫ জন অসুস্থ্য হয়েছে। আজ সোমবার দুপুরের পর থেকে তাঁরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়ায় এরা অসুস্থ বলে চিকিৎসকরা জানায়।
অসুস্থ্ ও তাদের স্বজনরা জানান, রবিবার রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর আযীযিয়া আলিম মাদ্রাসা চত্বরে বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষ হওয়ার পর রাতে তাবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়। তবে অনুষ্ঠানে অংশ নেয়া শিশুসহ অনেকেই সোমবার সকালে সেই খিচুরি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে। দুপুরের পর থেকে আক্রান্তদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপালাতের ভর্তি খাতায় শিশুসহ ২৫ জনের নাম পাওয়া গেছে। তবে অসুস্থ্য হওয়ার সংখ্যা আরো বেশি বলে স্বজনরা জানায়।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ বলেন, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটে ব্যথায় ভুগছে। খাদ্যের বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে। অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।