Latest News
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ।। ১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটব) এর সাথে স্থানীয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। জেলা নাটাব এর সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক কে এম সবুজ ও শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় ৩০ জন শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও নাটাব’র প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠি জেলার স্বাস্থ্য ব্যবস্থা সহজলভ্য ও মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। যক্ষ্মা রোগীর সংখ্য দিন দিন কমে যাচ্ছে। যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। নিয়মিত চিকিৎসা নিলে যক্ষ্মা ভাল হয়। প্রতিটি উপজেলাতেই যক্ষ্মা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মের ফাঁদে পড়ে আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস হারাচ্ছে মুসলমান: নেছারাবাদী হুজুর

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’ এর …