Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার :
দেশের দখিন জনপদের জেলা ঝালকাঠিতে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার মোট দুইটি সংসদীয় আসনে ২৩৭ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোরে কুয়াশা আর শীতে ভোটারদের উপস্থিতি একটু কম দেখা গেছে। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা খবর পাওয়া যায়নি। সাধারন ভোটারও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেন বলে জানান।
ঝালকাঠির জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ আসন এবং জেলা সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন। ৩২টি ইউনিয়ন নিয়ে জেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ২৯২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটার হয়েছেন ৬২ হাজার ৩৫৯ জন।