Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শের-ই-বাংলার জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠিতে শের-ই-বাংলার জন্মবার্ষিকী পালিত

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী জাতীয় নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে মহান এ নেতার জন্মস্থান রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনসিটটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার ও মীর মুনছুর আলী।