Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠিতে ১১তম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেয়। এতে সংগঠনের ঝালকাঠি সদর উপজেলা শাখা সভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ইয়েন, সাংগঠনিক সম্পাদক সুব্রত সাহা বক্তব্য রাখেন। এসময়ে বক্তারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। প্রধান শিক্ষকের পরেই তাদের বেতন কাঠামো নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।