Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ১৮ জুন ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

ঝালকাঠিতে ১৮ জুন ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ বছর এ প্লাস ক্যাম্পেইনে ৮৯ হাজার ৩৭ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩২৬ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৮ হাজার ৭১১ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। বুধবার বিকেলে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চার উপজেলার ৯৬টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। এতে ৩৬৬ জন স্বাস্থ্যকর্মী কাজ করবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …