Latest News
শনিবার, ১০ মে ২০২৫ ।। ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ৩১ হাজার মিটার কারেন্ট জাল, ১১টি মাছ ধরার নৌকা ও ২৭ কেজি মা ইলিশ জব্দ

ঝালকাঠিতে ৩১ হাজার মিটার কারেন্ট জাল, ১১টি মাছ ধরার নৌকা ও ২৭ কেজি মা ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল, ১১টি মাছ ধরার নৌকা ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।


জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে জেলেরা জাল ফেলে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরছিল। ৮টি অভিযানিক দল নদীতে গেলে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এসময় ১১টি মাছ ধরার নৌকা, ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নৌকাগুলো ডিসি পার্কে জব্দ করে রাখা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …