Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির অভ্যন্তরিণ ১৪ রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠির অভ্যন্তরিণ ১৪ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার :
সড়ক পরিবহণ আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঝালকাঠির অভ্যন্তরিণ ১৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস ও মিনিবাস শ্রমিক সংগঠন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অসংখ্যযাত্রী।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন সড়ক পরিবহণ আইনের কারনে সড়কে যানবাহন চলাচল হুমকির মুখে পড়েছে। এ আইন সংস্কার করার দাবি জানিয়ে সকাল ১০টা থেকে বাস ধর্মঘট শুরু করেন ঝালকাঠি আন্তজেলা শ্রমিক ইউনিয়ন। আর এতে করে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে অসংখ্যযাত্রীদের। ভাড়ায়চালিত মোটরসাইকেল কিংবা ব্যাটারী চালিত অটোরিকশায় করে অধিক ভাড়ায় তাদের গন্তব্যে যেতে হচ্ছে।
ঝালকাঠি আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, নতুন আইন বাস্তবায়ন হলে বাস মালিক ও শ্রমিকদের নানা অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই সরকার বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করে আইনটি সংস্কার করবে, এমনটা প্রত্যাশা করছি। অন্যথায় বাস ধর্মঘট চলতে থাকবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে তিন বছরের এক শিশুকে ধষর্ণের অভিযোগ উঠেছে দুঃসম্পর্কের মামা সাজ্জাদ হোসেন …