স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মো. ফারুক হোসেন খান পাঁচ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ওয়ারেচ আলী খান পেয়েছেন তিন হাজার ৮ ভোট। দুই হাজার ৬৯৮ ভোটে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। এ নির্বাচনে মোট ভোট পড়েছে আট হাজার ৭১৪।
ইউনিয়নের নয়টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৭৪ ও মহিলা ৬ হাজার ১৬৮ জন। ব্যালট পেপারে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …